January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 13th, 2023, 7:31 pm

এক ফ্রেমে টেলর-বিয়ন্সে

অনলাইন ডেস্ক :

লস অ্যাঞ্জেলেসে বুধবার আয়োজিত হয়েছে টেলর সুইফটের আসন্ন চলচ্চিত্র ‘দ্য ইরাস ট্যুর’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। স্যাম রেঞ্চ পরিচালিত টেলরের কনসার্ট ফিল্মটি ঘিরে ইতোমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে। টেলরের ঐতিহাসিক মিউজিক্যাল সফর ইরাস ট্যুরের জনপ্রিয় কনসার্টগুলো, ট্যুরের প্রভাব ও অর্থনৈতিক ইতিহাস গড়ার দৃশ্যপট উঠে আসবে এই চলচ্চিত্রে। বিশ্বজুড়ে টেলর ভক্তরা অপেক্ষায় রয়েছে ফিল্মটির। ইতিমধ্যে ১০০ মিলিয়নের বেশি অগ্রিম টিকিটও বিক্রি হয়েছে এটির। এবার অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মটির প্রিমিয়ার। আর প্রিমিয়ারে টেলরের সঙ্গে দেখা মিলল আরেক পপকুইন বিয়ন্সের।

দুজনকে এক ফ্রেমে দেখা যেন ভক্তদের কাছে রূপকথার গল্পের মতোই! দুই বিশ্বের অন্যতম ও সময়ের সেরা দুই পপতারকাকে একত্রে দেখে উভয়ের অনুরাগীরা দারুণ উচ্ছ্বসিত। রেড কার্পেটে দুজনের একসঙ্গে পোজ দেওয়ার ছবি এখন অনলাইনে ভাইরাল। অনুষ্ঠানে টেলরকে দেখা গেছে একটি স্ট্র্যাপলেস নীল গাউন পরিহিত এবং বিয়ন্সে কালো রঙের ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন। গায়িকার চোখে ছিল কালো সানগ্লাস। প্রিমিয়ারে অন্য অতিথিদের মধ্যে অ্যাডাম স্যান্ডলার ও সিমু লিউ নজর কাড়েন।

পপ সংস্কৃতি এবং বিনোদনভিত্তিক অ্যাকাউন্ট পপবেস এক্সে (টুইটার) জানিয়েছে, টেলর সুইফট এবং বিয়ন্সে ইরাস ট্যুর মুভি প্রিমিয়ারে অংশ নেওয়ার আগে একসাথে ডিনার করেছিলেন। টেলরের ফিল্মের মুক্তিতে যথেষ্ট উচ্ছ্বসিত বিয়ন্সে। এদিকে বিয়ন্সের উপস্থিতিকে রূপকথার সঙ্গে তুলনা করে টেলর তাদের দুজনের একটি ক্লিপ পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। ক্লিপটির সঙ্গে গায়িকা লিখেছেন, ‘আমি খুব আনন্দিত। বিয়ন্সের প্রভাব ছাড়া আমার জীবন কেমন হতো তা আমি জানি না। যেভাবে তিনি আমাকে এবং এখানকার প্রতিটি শিল্পীকে নিয়ম ভাঙতে এবং শিল্পের নতুন রূপরেখা তৈরি করতে শিখিয়েছেন তা অনবদ্য। তিনি আমার কর্মজীবন জুড়ে একজন পথপ্রদর্শক ছিলেন। আজ রাতে তিনি যা দেখালেন তা একটি বাস্তব রূপকথার মতো ছিল।’

টেলরের ইরাস ট্যুর মুভির পরে বিয়ন্সের রেনেসাঁ ট্যুরও ফিল্ম আকারে মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে ফিল্মটির ঘোষণা দিয়েছেন বিয়ন্সে। এর শুটিংও শেষের দিকে। বিয়ন্সের চলমান রেনেসাঁ ট্যুরের কনসার্টগুলোই চিত্রিত হবে এই ফিল্মে। চলচ্চিত্রটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। ট্রেড ম্যাগাজিন অনুসারে, বিয়ন্সে অনেক বছর ধরেই ফিল্মটির কাজ করছেন এবং এতে তার দীর্ঘ প্রতীক্ষিত রেনেসাঁ ভিজ্যুয়াল অ্যালবামের পাশাপাশি সমালোচকদের কাছে প্রশংসিত ২০২২ সালের নৃত্য রেকর্ড এবং রেনেসা ট্যুরের ডকুমেন্টারি ভিডিও অন্তর্ভুক্ত থাকবে। সূত্র : পেজ সিক্স