December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 30th, 2021, 8:49 pm

এক ফ্রেমে বন্দি তিন নায়িকা

অনলাইন ডেস্ক:

বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়াÑপ্রায়ই এ নায়িকাদের আড্ডা জমে। কখনও দু’জন, কখনও তিন জনে মিলে মেতে উঠেন খোশগল্পে। গত ২৯ মার্চ মিম ফেসবুকে তেমনই একটি ছবি শেয়ার করেন। যেখানে এক ফ্রেমে বন্দি হয়েছেন তিনিসহ মাহি ও ফারিয়া। মুহূর্তের মধ্যে ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই জানতে চান, তাহলে তিন জনকে এক ফ্রেমে পাওয়া যাচ্ছে? অবশেষে উত্তর এলো। এই তিন তারকা এবার একই অনুষ্ঠানের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। প্রথমবারের মতো বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন তারা। আগামী ৪ জুলাই থেকে রাষ্ট্রীয় এ টিভি চ্যানেলের অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে এর শুটিং হবে বলে জানিয়েছেন প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার। এতে মাহিয়া মাহি পাঁচ দশকের পাঁচ নায়িকা সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ ও দিতি অভিনীত ছবির গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। কোলাজ গানে হাজির হবেন মিম। এ ছাড়া ভিন্নধর্মী গানের সঙ্গে নাচবেন নুসরাত ফারিয়া। মাহি বললেন, ‘‘ঈদে যেকোনও আয়োজন ঘিরে দর্শকের বেশ আগ্রহ থাকে। বিটিভির বেশ কয়েকটি অনুষ্ঠানে চোখ রাখেন দর্শকরা। তার মধ্যে ‘আনন্দ মেলা’ অন্যতম। ছোট পর্দার দর্শকদের জন্য হাজির হতে যাচ্ছি এ আয়োজনে। আশা করি ভালো একটি পরিবেশনা উপহার দিতে পারবো।’’ জানা যায়, অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।