অনলাইন ডেস্ক :
চার বছর আগের রায়ে তিন বছরের সাজা কমে নেমে এসেছিল স্রেফ ১ হাজার রূপি জরিমানায়। তবে আদালত সেই মামলার রিভিউ করার পর বদলে গেল শাস্তি। এক বছরের জন্য ভারতের সাবেক ব্যাটসম্যান নভজাত সিং সিধুকে কারাদন্ড দিল দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতি এএম খানউইলকার এবং সঞ্জয় কিষান কাউলের বেঞ্চ বৃহস্পতিবার এই আদালতেরই ২০১৮ সালের রায় পর্যালোচনা করে এই রায় দেন। ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাঞ্জাবের পাতিয়ালায় গুরনাম সিং নামের একজনের সঙ্গে হাতাহাতি হয় সিধুর। পরে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হলে মামলা হয় সিধুর বিরুদ্ধে। ২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট হত্যার অপরাধে সিধুকে দোষী সাব্যস্ত করেন এবং তিন বছরের কারাদন্ড দেয়। পরে ২০১৮ সালে সিধুর তিন বছরের কারাদন্ড কমিয়ে ১ হাজার রুপি জরিমানা করে সুপ্রিম কোর্ট। সেই আদেশ পর্যালোচনা করে এবার নতুন রায় ঘোষণা হলো। আর্থিক জরিমানা ছাড়াও এখন এক বছরের কারাদন্ড ভোগ করতে হবে সিধুকে। তবে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে পারবেন ৫১ টেস্ট ও ১৩৬ ওয়ানডে খেলা এই ক্রিকেটার।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ