অনলাইন ডেস্ক :
গান দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করলেও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান। প্রায় এক বছর পর নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। ‘মরে যাক’ শিরোনামের এই গানের কথা, কণ্ঠ, সুর, সংগীতও প্রীতমের। গান থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করে প্রীতম বলেন ‘মাঝে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। আর গান নিয়ে বড় পরিসরে আসার প্রস্তুতি ছিল। করোনার কারণে সম্ভব হয়নি, এখন আর দর্শক- শ্রোতাদের বঞ্চিত করতে চাই না। এখন থেকে নিয়মিত গান পাবেন তারা।’ এ গানের বিষয়বস্তু প্রসঙ্গে প্রীতম বলেন, ‘বন্ধুদের অনেক প্রেমের গল্প শুনেছি। তারা অনেকেই ভালোবাসার মানুষ ছাড়া কিছুই বোঝে না। অথচ সেই ভালোবাসার মানুষই অন্যের সামনে তাদের ছোট করে। ভালোবাসার প্রতিদান ছোট করে দেখায়। বন্ধুরা দুঃখে কাতর হয়। অনেকের কাছে মনে হয় বেঁচে থেকে লাভ কী। এই ভুল-বোঝাবুঝি, ইমোশনের মুহূর্তগুলো গানের কথায় তুলে ধরেছি।’ গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন ইসরাত সাবরিন। বৃহস্পতিবার রাতে প্রীতমের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত