অনলাইন ডেস্ক :
ব্রাজিলের জনপ্রিয় মডেল আর্থার ও আরসো। প্রায় সময়ই কাজের মাধ্যমে খবরের শিরোনাম হলেও। এর চেয়ে বহুবার তিনি খবরের শিরোনাম হয়েছেন একাধিক বিয়ে করে।
তিনি একসঙ্গে ৯ জনকে বিয়ে করে দিব্যি সংসার করে যাচ্ছেন। কিন্তু এতেও তার মনে শান্তি নেই কারণ, তিনি ৯ জনের পর আরো ১ জনকে বিয়ে করে ১০ জনের সঙ্গে সংসার করতে চাচ্ছেন। আর এই শখকে তিনি খুব শিগগিরই পূরণ করবেন বলে আশা ব্যক্ত করেছেন। তবে এর মধ্যেই ঘটে গেছে নতুন সমস্যা। কারণ, বিয়ে করা ৯ স্ত্রীর মধ্যে ১ স্ত্রী আগাথাঁ স্বামীর এমন কা-ে খুব বিরক্ত। এর ফলে তিনি চান বিচ্ছেদ। এমন জীবন আর তার কাছে ভালো লাগছে না। এতেই ঘটেছে বিপত্তি, স্বামী আর্থার অবাক হয়েছেন স্ত্রীর এমন কা-ে। আর্থার এ বিষয়ে গণমাধ্যমে বলেন, আমার অন্য ৮ স্ত্রীও ১ স্ত্রীর কথায় অবাক হয়েছে। আমি নিজেও অবাক। কারণ, এমনটা হওয়ার কথা ছিল না। সবাই আমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমিও ভালোবেসে বিয়ে করেছি তাদের। কিন্তু আমার এখন আগাথাঁ (মডেলের স্ত্রী) মোটেই ভালোবেসে বিয়ে করেনি। সে ঠিক করছে না এখন। বিচ্ছেদ চাইছে সব কিছু ভোগ করে। তাই আগাথাঁ বিচ্ছেদের দাবি করতেই আর্থার সিদ্ধান্ত নিয়েছেন আরো একটি বিয়ে করবেন তিনি। আর্থার প্রথমে একটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর নাম লুয়ানা কাজাকি। তার পরে গত বছর আট জনকে তিনি একসঙ্গে বিয়ে করেন। এ নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি।
আরও পড়ুন
লোকাল বাস, বিয়াইন সাব ও গার্লফ্রেন্ডের বিয়া’র পর এবার ময়না
কনার তালাক নোটিশে সাক্ষী নুসরাত ফারিয়া
প্যারিসে স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরেছেন মেহজাবীন