November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 6:19 pm

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। এই রায় কার্যকর করার জন্য আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে রায় ঘোষণার পর নাহিদ ইসলাম এই দাবি জানান। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীদের রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দন জানান।

নাহিদ ইসলাম বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ রায়। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে এনসিপি স্বাগত জানাচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, রায় কার্যকর না হলে তারা সন্তুষ্ট হবেন না। রায় কার্যকর হলে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের মধ্যে শান্তি আসবে।

তিনি আরও বলেন, আমরা রায়কে স্বাগত জানাই। এটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যেই ভারত সফর করছেন। আশা করি, তিনি শেখ হাসিনাকে সাথে নিয়ে দেশে ফিরবেন।

নাহিদ ইসলাম স্পষ্ট করেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এটি আন্তর্জাতিকভাবে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি জানান, এই ঐতিহাসিক রায়ের পেছনে সব রাজনৈতিক দল, আহত ও শহীদ পরিবারের অবদান রয়েছে। তবে, আওয়ামী লীগের পক্ষ থেকেও দলগত বিচার নিশ্চিত করা প্রয়োজন। মানবতাবিরোধী অপরাধের বিচারিক ফয়সালা দেশের মাটিতে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা না আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

এনএনবাংলা/