অনলাইন ডেস্ক :
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলমান সহিংসতার জেরে বন্ধ থাকার প্রায় এক মাস পর সারা দেশে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছাড়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এরপর থেকে অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলোও বিভিন্ন গন্তব্যে সময়সূচি অনুযায়ী চলাচল করছে।
দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল পুরোপুরি চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মাঝে গত ১৯ জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
এরপর গত ১ আগস্ট থেকে সীমিত আকারে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও ৪ আগস্ট থেকে ফের তা স্থগিত করে কর্তৃপক্ষ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে।
আরও পড়ুন
গাজা যুদ্ধে ইসরাইলি সেনা নিহত বেড়ে ৮০০
শাকিবের ডাকে হাজির যেসব তারকা
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ১০৩৪ রোগী