January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 5th, 2025, 4:06 pm

এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড

এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড

অনলাইন ডেস্ক:

মাত্র এক মিনিটেই ৫৭টি চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ভারতীয় যুবক ক্রান্তি কুমার পানিকেরা। অস্বাভাবিক এই স্টান্টের একটি ভিডিয়ো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এক্স সমাজমাধ্যম থেকে সম্প্রতি পোস্ট করা হয়েছে।

ওই পোস্টে দেখা গেছে, এক এক করে পাখার ব্লেডগুলোকে নিজের জিভ দিয়ে থামিয়ে দিতে সক্ষম হয়েছেন ক্রান্তি। পাখাগুলো বেশ জোরেই ঘুরছিল। অদ্ভুত ও একই সাথে ভয়াবহ এই স্টান্ট দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা শিউরে উঠেছেন।

‘ড্রিল ম্যান’ হিসেবে পরিচিত ক্রান্তি কুমার নানা সাহসী চ্যালেঞ্জ নেয়ার জন্য বিশেষভাবে জনপ্রিয়। তিনি ‘বিগ সেলিব্রিটি চ্যালেঞ্জ’, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’, ‘জেড ট্যালেন্ট শো’ এবং ‘ইন্ডিয়া কা মস্ত কালান্দার’-সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে তার দক্ষতা দর্শকদের সামনে তুলে ধরেছেন। এমনকি ‘আমেরিকাস গট ট্যালেন্টে’র মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও তার প্রতিভা সকলের দৃষ্টি কেড়েছে।

২ জানুয়ারি পোস্ট হওয়া ওই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ক্রান্তি কুমারের এই ব্যতিক্রমী প্রতিভা দেখে আশ্চর্য হয়েছেন নেটিজেনরা। এই ভিডিওটি সমাজমাধ্যমে এক কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে ভিডিওয়। একজন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘এটি জিভ না লোহা!’ আরেকজন জিজ্ঞাসা করেছেন, ‘এর জন্য কোনও প্রশিক্ষণের ব্যবস্থা আছে?’

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার, সংবাদ প্রতিদিন ও অন্যান্য