September 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 1st, 2025, 9:40 pm

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

 

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ম্যাচটি একতরফা করে তোলে টাইগাররা।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে ১০৩ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। জবাবে খেলতে নেমে ১৩ ওভার এক বলে এক উইকেট হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়ায় দেখে-শুনে খেলার চেষ্টা করেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। তবে উইকেটে থিতু হয়েও ইনিং বড় করতে পারেননি ইমন। ২১ বলে ২৩ রান করেছেন ইমন।

ইমন থিতু হয়ে ফিরলেও ফিফটি পেয়েছেন আরেক ওপেনার তানজিদ তামিম। ৩৯ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই তামিম।

লিটনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৮ রান। দুজনের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এনএনবাংলা/