অনলাইন ডেস্ক :
পাকিস্তানে আবারও পেট্রোল, ডিজেলের দাম বাড়লো। পেট্রোলের দাম প্রায় ১৫ টাকা বাড়ানো হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (১লা জুলাই) থেকে পেট্রোলের দাম হবে ২৪৮ টাকা ৭৪ পয়সা প্রতি লিটার। হাই স্পিড ডিজেল পাওয়া যাবে লিটারপিছু ২৭৬ টাকা ৫৪ পয়সা দরে। কেরোসিনের দাম বেড়ে হয়েছে ২৩০ টাকা ২৬ পয়সা লিটার। শেহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার আসার পর চারবারে পেট্রোলের দাম ৮৪ টাকা বাড়ানো হলো। পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল সংবাদ সম্মেলন করে বলেছেন, আইএমএফের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে। আইএমএফের সাহায্য পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তিনি জানিয়েছেন, পাকিস্তান মেমোরেন্ডাম অফ ইকনমিক অ্যান্ড ফিনান্সিয়াল পলিসিজ (এমইএফপি) পেয়েছে। সপ্তম ও অষ্টম রাউন্ডের আলোচনার আগে কিছু সিদ্ধান্ত নেওয়া তাই জরুরি। এই প্রোগ্রাম চালু করতে গেলে পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট লেভির পরিমাণ বাড়াতে হবে। তার দাবি, ইমরান খান সরকার প্রতি মাসে পেট্রো-পদার্থের দাম লিটারপ্রতি চার টাকা করে বাড়াবার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারা আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ভর্তুকিও দেয়। এর ফলে দেশের অর্থনীতি আরোও চাপের মুখে পড়ে। অর্থমন্ত্রণালয় জানিয়েছে, বিগত সরকারের নেওয়া কিছু কর্মসূচি তারা আবার শুরু করেছে। আর আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ছে। তাই তাদেরও দাম বাড়াতে হচ্ছে। পেট্রোলিয়ামমন্ত্রী মালিক জানিয়েছেন, পরিস্থিতি ঠিক হতে আরও চার-পাঁচ মাস লাগবে। তার দাবি, সরকার দুইটি কর্মসংস্থানমুখী পরিকল্পনা হাতে নিয়েছে। তারা গরিবদের কর্মসংস্থান দিতে চায়। পাশাপাশি মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে চায়। তিনি বলেছেন, ২০১৩-তে একই ধরনের পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তান।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
দাবানলে পুড়ছে হলিউড হিলস