January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 13th, 2021, 6:57 pm

এখনই নয়…

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী পারসা ইভানা। লকডাউন শেষে ১৬ই আগস্ট থেকে ফের শুটিংয়ে ফিরছেন। নির্মাতা জুলফিকার শিশিরের একটি খ- নাটকের মধ্য দিয়ে এই গ্ল্যামারকন্যা ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান। তার ভাষ্য- নতুন কাজের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে সিডিউল দিয়েছি। আশা করছি ফের ভালো কিছু কাজ নিয়ে দর্শকের সামনে আসবো। এদিকে, গেল ঈদে এই এ অভিনেত্রী মাবরুর রশিদ বান্নার ‘সুইপারম্যান’ ও ‘কালাই’-শিরোনামের নাটক দু’টিতে কাজ করে বেশ প্রশংসিত হন। এদিকে, সম্প্রতি চিত্রনায়িকা পরীমনি ও মডেল পিয়াসাসহ কয়েকজনের গ্রেপ্তারে শোবিজে থমথমে অবস্থা বিরাজ করছে। এদের সঙ্গে জড়িয়ে আরও কয়েকজন মডেল-অভিনেত্রীর নাম আসছে বিভিন্ন গণমাধ্যমে। এর মধ্যে পারসা ইভানাও রয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবশ্যই মুখ খুলবো। তবে এখনই নয়। এ সময়টায় কিছু বলতে চাই না। আমার সব বক্তব্য আমি সবার সামনে ফেসবুকে তুলে ধরবো। তখন সত্য-মিথ্যা সবাই জানতে পারবেন।