July 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 24th, 2025, 3:54 pm

এখনও নিখোঁজ ৫, মাইলস্টোনে আংশিক ক্লাস চালু রোববার

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিধ্বস্ত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন তিনজন শিক্ষার্থী ও দুই অভিভাবক। সোমবার দুপুরে যুদ্ধবিমানটি দিয়াবাড়ির ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ভবনে বিধ্বস্ত হয়।

এ পর্যন্ত পাওয়া তথ্যমতে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৯ জন, যাদের বেশির ভাগই শিশু। আহত ও দগ্ধ ৫৭ জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মাইলস্টোন স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘আমাদের কাছে আসা পরিবারের তথ্য অনুযায়ী, এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক।

নিহতদের মধ্যে ছয়জনের দগ্ধ মরদেহ এখনও শনাক্ত হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ চলছে। নিখোঁজদের স্বজনদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

রোববার থেকে আংশিক পাঠদান: এ দুর্ঘটনার পর বন্ধ থাকা মাইলস্টোন কলেজ আগামী রোববার (২৭ জুলাই) থেকে আংশিকভাবে পাঠদান শুরু করতে যাচ্ছে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস সেদিন থেকে চালু হবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে আমরা সীমিত আকারে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য শ্রেণির ক্লাস পর্যায়ক্রমে চালু করা হবে।

দুর্ঘটনার পর নিহত ও আহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে কলেজ ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। কলেজের প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে নিহত ও আহতদের সঠিক সংখ্যা জানানো হচ্ছে এবং তা কলেজ রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

স্কুলের ফটক আজ সকালেও বন্ধ ছিল। সেখানে দেখা গেছে উৎসুক জনতার ভিড়। অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের প্রশাসনিক কর্মকর্তা এস কে সোলায়মান বলেন, পরিচয়পত্র দেখালে ও নিখোঁজ স্বজনের খোঁজ করলে তাঁদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে। স্কুলের ৫ নম্বর ভবনের নিচতলায় হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখান থেকে তাঁদের তথ্য দেওয়া হচ্ছে। সেখানে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রয়েছে।