জেলা প্রতিনিধি, সিলেট :
এগ্রো বেইজ অফিসার্স এসোসিয়েশন, সিলেট এর দ্বিবার্ষিক নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এগ্রো বেইজ অফিসার্স এসোসিয়েশন, সিলেট এর কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নয় সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির সদস্যরা নির্বাচিত হন। কমিটির সদস্যরা হলেন :
সভাপতি- আব্দুল করিম (পেট্রোকেম বাংলাদেশ লিঃ), সিনিয়র সহ সভাপতি আবু বকর (সেমকো), সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম রাসেল (সুপ্রিম সীড কোম্পানি লিঃ), সহ সভাপতি- সাইফুল ইসলাম (এ.সি.আই সীড লিঃ), সাংগঠনিক সম্পাদক- সিহাব উদ্দিন (ইস্পাহানী সীড লিঃ), কোষাধ্যক্ষ মো: মনিরুজ্জান (লাল তীর সীড লি:), সহ সম্পাদক শাহ আলম (মাসুদ সীড লি:), তথ্য ও প্রচার সম্পাদক সামল আহমেদ আনিছ (অটো ক্রপ কেয়ার সীড লি:), ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ (এ.সি.আই ক্রপ কেয়ার লি:)।
নির্বাচনে কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন ফয়জুল ইসলাম লিটু, ফেরদৌস আহমদ, আব্দুল মুমিন ও শাকিল আহমদ প্রমুখ।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ