September 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 10th, 2025, 12:16 pm

এটা আমার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় : জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ। তবে নিজের জয়কে তিনি ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় হিসেবে দেখছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফরহাদ বলেন, আমি ফরহাদ জিএস হিসেবে নির্বাচিত হয়েছি। এটি ব্যক্তি ফরহাদের বা ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কোনো অর্জন নয়। এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ভোটে প্রদত্ত একটি বিশাল আমানত। তাই আমি মনে করি, এটি শিক্ষার্থীদের বিজয়।

তিনি আরও বলেন, আমার কাছে এই বিজয় কোনো ব্যক্তিগত আনন্দের বিষয় নয়। বরং এটি আমার জন্য একটি পরীক্ষা। শিক্ষার্থীদের প্রত্যাশা ও বিশ্বাস রক্ষার দায়িত্ব এখন আমাদের ওপর বর্তেছে। আমি চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমার উপদেষ্টা হোক। আমার পথচলায় যদি কখনো ভুল করি বা সঠিক দিক থেকে বিচ্যুত হই, শিক্ষার্থীরা যেন আমাকে সঙ্গে সঙ্গে সংশোধন করেন, সমালোচনা করেন এবং পথ দেখান।

সংবাদ সম্মেলনে ফরহাদ শিক্ষার্থীদের প্রতি তার দায়বদ্ধতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এখন আমাদের আনন্দ করার সময় নয়। এটি আমাদের পরীক্ষার সময়। শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন, সেটি পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জন্য কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, আমরা কোনো বিজয় মিছিল করব না, কোনো আনুষ্ঠানিক বিজয় উদযাপন করব না। এ জয় কেবল আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের বিষয়। শিক্ষার্থীদের দেওয়া এই আমানত সঠিকভাবে রক্ষা করতে পারলেই আমাদের বিজয় অর্থবহ হবে।

এসএম ফরহাদ বলেন, এই যে বিশাল আমানত শিক্ষার্থীরা আমাদের ওপর অর্পণ করেছেন, এর খেয়ানত যেন না হয়। কোনো শিক্ষার্থীর অধিকার যেন নষ্ট না হয়, কোনো সুযোগ যেন হাতছাড়া না হয়—সেই প্রতিশ্রুতিই আজ আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দায়িত্ব পালনে আমাদের তৌফিক দেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, কাল কেয়ামতের ময়দানে আমাদের এই দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই এ দায়িত্ব শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় ও নৈতিক দায়িত্বও বটে।

নবনির্বাচিত জিএস শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করে বলেন, আমরা একা কিছু করতে পারব না। আমাদের প্রতিটি সিদ্ধান্ত ও প্রতিটি পদক্ষেপ যেন শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় কাজে আসে, সেজন্য আমি শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শ চাই। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করাটাই আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব।

সংবাদ সম্মেলনে ফরহাদ সারা দেশের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ডাকসুর নির্বাচন নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন এবং আমাদের বিজয়ে আনন্দিত হয়েছেন, তাদের প্রতিও বিনীত অনুরোধ থাকবে—আমাদের এ বিজয় যেন শুধুই আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশেই সীমাবদ্ধ থাকে। মিছিল-মিটিং নয়, বরং কর্মের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করব। আমাদের কাজই হোক প্রকৃত বিজয়ের বহিঃপ্রকাশ।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে দীর্ঘদিন পর অংশ নিয়ে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টি পদে জয়লাভ করেছেন।

 

এনএনবাংলা/