নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এনজিও সেল গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় নাগরিক কমিটির দপ্তর সেলের পাঠানো এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এস এম সুজাকে সেল সম্পাদক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সদস্যরা হলেন, সৈয়দ হাসান ইমতিয়াজ, মোশফিকুর রহমান জোহান, ফারিহা সুলতানা অমি, অঞ্জলী সরেন ও তুহিন মাহমুদ প্রমুখ।
এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সেল গঠন করা হয়েছে। এতে আলাউদ্দিন মোহাম্মদ সম্পাদক করা হয়েছে। সদস্যরা হলেন, এস এম সুজা, মনিরা শারমিন, তাসনিম জারা, মাহবুব আলম মাহির, রাফে সালমান রিফাত, মোহাম্মদ মিরাজ মিয়া ও সালেহ উদ্দিন সিফাত।
আরও পড়ুন
৭৫ কোটির গ্যাসের বকেয়া কমে এখন ২৪ কোটি ডলারে
জিপি,রবি,বাংলালিংক ছাড়া ইন্টারনেটের দাম কমালো সবাই
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’