জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আবদুর রহমান খান।
বুধবার (১৪ আগস্ট) তাকে এই পদে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে এনবিআর চেয়ারম্যান হিসেবে আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই মুনিমের পদত্যাগ দাবি করছিলেন।
এর পরিপ্রেক্ষিতে মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চলতি বছরের শুরুতে মুনিমের চুক্তির মেয়াদ তৃতীয়বারের মতো বাড়িয়েছিল আগের সরকার। ওই সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
—–ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব