জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ বাতিল করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় পূর্বের পদে দায়িত্ব গ্রহণ করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে পুনর্বহাল করা হয়েছে।
পদে ফিরে এসে মাহিন সরকার নিজের ফেসবুক পেজে চিঠির একটি ছবি পোস্ট করে লিখেছেন, “ইনশাআল্লাহ, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।”
উল্লেখ্য, গত ১৮ আগস্ট দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে মাহিন সরকারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
এনএনবাংলা/

আরও পড়ুন
আইসিইউতে খালেদা জিয়া
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
নাসা গ্রুপের নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ