Monday, December 29th, 2025, 7:20 pm

এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ, করবেন না নির্বাচন

 

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। তিনি দলীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে অংশগ্রহণকারীদের সহযোগিতা করবেন। তবে এবারের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবেন না তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনী প্রস্তুতি ও দলের পরিকল্পনা বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

নাহিদ ইসলাম আরও জানান, আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত ৪৭টি আসনে প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এর আগে তিনি ঢাকা ১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। একই সময় তার সমর্থকরা কুমিল্লা ৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরবর্তীতে মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান।

গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম পদত্যাগের পর এনসিপির আহ্বায়ক হন। পরে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম। গত ১০ ডিসেম্বর মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এনএনবাংলা/