July 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 16th, 2025, 3:29 pm

এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় হামলার মুখে পড়েছে এনসিপির গাড়িবহর/ ছবি: সংগৃহীত

 

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়েছে এনসিপির গাড়িবহর।

শহরের সমাবেশস্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। খবর বিবিসি।

সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ ও র‍্যাবের পাহারায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবার শহরে ফিরিয়ে আনা হয়।

কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে এলে তারাও হামলার মুখে পড়ে।

এ সময়ও গুলির শব্দ শোনা যায়।

এনএনবাংলা/আরএম