জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন আবেদন ফরমের বিক্রির কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সাধারণ প্রার্থীদের জন্য মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ‘জুলাইযোদ্ধা’ এবং নিম্নআয়ের প্রার্থীদের জন্য ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।
তিনি আরও জানান, মনোনয়ন ফরম বিক্রি ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তবে তিনি এ বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেন, এটি কোনো নির্বাচনী জোট নয়, বরং একটি রাজনৈতিক জোট।
এদিকে, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, প্রার্থীরা তিনটি উপায়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। তা হলো—দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ফরম নেওয়া, অনলাইনের মাধ্যমে ফরম পূরণ ও জমা দেওয়া, এবং দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সহজ করার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে প্রার্থীরা সহজেই মনোনয়ন ফরম জমা দিতে পারেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল
সাবেক মন্ত্রী মায়া ও তার পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
পিআর হলে কোনো সরকার গঠন নাও হতে পারে: খন্দকার মোশাররফ