November 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 4:41 pm

এনসিপির সংসদে যাওয়া ডিপেন্ড করবে বিএনপির ওপর: নুর

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (২ নভেম্বর) রাতে এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, এনসিপির অনেক বিষয়ই এখন বিএনপির সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করছে।

নুরুল হক নুর বলেন, এনসিপির এমপি হওয়া কিংবা সংসদে যাওয়ার সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে বিএনপির অবস্থানের ওপর। বিএনপি নেতাদের নিয়ে যেভাবে তারা (এনসিপি) অসম্মানজনক ও তীর্যক মন্তব্য করছে, তাতে সম্পর্কের অবনতি ঘটেছে। শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে তাদের কী ধরনের সমঝোতা হয়, তা এখন দেখার বিষয়।

তিনি আরও বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আশায় বিভিন্ন নেতার বাসায় যোগাযোগ করছে, আবার অন্যদিকে গণমাধ্যমে অযথা তীর্যক মন্তব্য করছে। এতে পুরো বিষয়টি বিভ্রান্তিকর হয়ে উঠেছে।

জামায়াতসহ অন্য কোনো দলের সঙ্গে জোট না করার বিষয়ে নুর বলেন, ‘আসলে নির্বাচনী জোট নিয়ে আমাদের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আমরা কয়েকটি দলের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার কমিশন ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেছিলাম। সেখানেই মূলত আমরা ভেবেছিলাম, বিএনপির সঙ্গে কীভাবে সমঝোতায় পৌঁছানো যায়—কারণ বিএনপি ছিল এই প্রক্রিয়ার একটি বড় স্টেকহোল্ডার।

নুরুল হক নুর আরও বলেন, সব দলের মতামত অনুযায়ী ডিসেম্বরেই তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোটও একই সঙ্গে হতে পারে। তাই এসব বিষয় নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এনএনবাংলা/