November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 12:50 am

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ

 

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার আগের রাতে এ বিস্ফোরণ ঘিরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এনসিপি কার্যালয় সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থলে থাকা পথচারী ও গণপরিবহনের যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতের দ্বিতীয় বিস্ফোরণ রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই দুর্বৃত্তদের এ হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। তারা দ্রুত ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এনএনবাংলা/