জুলাইয়ের ‘আইকনিক স্যালুট হিরো’ খ্যাত রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শ্রমিকদের মতো রিকশাচালক ভাইয়েরাও ফ্রন্টলাইনে ভূমিকা রাখেন। বিশেষ করে রামপুরায় একজন জুলাই যোদ্ধাকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হওয়া ইসমাইল ভাইকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন। তার মতো অসংখ্য রিকশাচালক সেদিন ছাত্র-জনতার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।
মুরসালীন আরও বলেন, জুলাই আন্দোলনে যাঁরা লড়েছিলেন—এমন সব শ্রেণিপেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এনসিপি মনোনয়ন বণ্টনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সুজনের মনোনয়ন ফরম সংগ্রহ সেই উদ্যোগেরই অংশ।
এনএনবাংলা/

আরও পড়ুন
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত ৪
অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা
জেন-জিদের বিক্ষোভে ফের উত্তাল নেপাল, কারফিউ জারি