January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 12th, 2023, 7:50 pm

এবারই প্রথম একসঙ্গে তারা

অনলাইন ডেস্ক :

আলমগীর ও রুনা লায়লা দম্পতি। নিজ নিজ ভুবনে দুজনেই কিংবদন্তি। তাদের সংসার জীবনের গল্পও মুগ্ধতা জাগানিয়া। কিন্তু সেই প্রেম-ভালোবাসার চিহ্ন অনস্ক্রিনে কখনও দেখা যায়নি। তাই ক্যামেরার সামনে যখন দেখা গেলো তারা ভালোবাসার ফুল গোলাপ বিনিময় করছেন, তখন বিষয়টি ভক্তদের জন্য বিশেষই বটে। এবার তারা একসঙ্গে প্রথমবার অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে। গত মঙ্গলবার বিএফডিসির ১ ও ৯ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় বিজ্ঞাপনটির শুটিং। এতে অংশ নিয়েছেন আলমগীর-রুনা লায়লা দুজনেই। তাদের সঙ্গে অভিনয় করেছেন আঁখি আলমগীর, ফেরদৌস আহমেদ ও শিশুশিল্পী সিমরিন লুবাবা। অনন্য মামুনের পরিচালনায় প্রথম বারের মত এক সাথে বিজ্ঞাপনে কাজ করলেন আলমগীর, রুনা লায়লা, আঁখি আলমগীর, ফেরদৌস ও শিশু শিল্পী লুবাবা। রংধনু কমার্শিয়াল কমপ্লেক্স এর বিজ্ঞাপনটি গত ১০ জানুয়ারি ২০২৩ ইং বিএফডিসির ফ্লোর নং ১ ও ৯ শুটিং হয়। অনন্য মামুন সাংবাদিকদের বলে, ‘সত্যি বলতে এক ফ্রেমে এমন গুণি শিল্পীদের পাওয়া আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। এর জন্য আমি রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মো: রফিকুল ইমলাম স্যারের কাছে কৃতজ্ঞ।’ বিজ্ঞাপনটির চীফ কো-অরডিনেটর হিসাবে কাজ করেন সাইফুল ইসলাম এবং ডিওপি হিসাবে কাজ করেন হায়দ্রাবাদের ভ্যাংকাটেশ।