December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 15th, 2023, 7:50 pm

এবারই প্রথম একসঙ্গে ফেরদৌস-পরীমণি

অনলাইন ডেস্ক :

দুই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও পরীমণি। দুজনেই যার যার জায়গায় ব্যাপক আলোচিত। এবার প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। তবে চলচ্চিত্রে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে অংশ নেন ফেরদৌস-পরীমণি। ইতোমধ্যে বিএফডিসির ৭নং ফ্লোরে আইসি ফিল্মসের ব্যানারে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি নিয়ে ফেরদৌস বলেন, পরীমণির সঙ্গে কখনও কাজ করা হয়নি। এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। আশা করছি, আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে।

চিত্রনায়িকা পরীমণি বলেন, প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এর আগে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হলেও স্ক্রিন শেয়ার করা হয়নি। এই বিজ্ঞাপনচিত্রে প্রথমবার একসঙ্গে আমাদেরকে দেখতে পাবে দর্শক। এ প্রসঙ্গে নির্মাতা ইফতেখার বলেন, বিজ্ঞাপনচিত্রটি সিনেমার আদলে নির্মাণ করেছি আমরা। প্রচার শুরু হলে দর্শকরা নতুন কিছু দেখতে পাবে। এর আগে সিনেমার আদলে বিজ্ঞাপনচিত্র নির্মিত হলেও সেগুলো কোনো একটা দৃশ্যকে কেন্দ্র করে ছিল। কিন্তু এই বিজ্ঞাপনচিত্রে পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।