January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 7:40 pm

এবারই প্রথম ওয়েব সিরিজে আগুনের সঙ্গে মিথিলা

অনলাইন ডেস্ক :

বাংলা গানের জনপ্রিয় গায়ক খান আসিফুর রহমান আগুন যিনি ‘আগুন’ হিসেবে পরিচিত। গানের পাশাপাশি সিনেমা, নাটকে কাজ করে দর্শকের মন জয় করেছেন এ গায়ক। এবার তাকে প্রথমবার দেখা যাবে একটি ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে প্রথমবার খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আগুন। তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। থাকবেন আরও কয়েকজন প্রিয়মুখ। থ্রিলার ঘরানার গল্পে ছয় পর্বের ওয়েব সিরিজ হবে। বিষয়টি নিশ্চিত করে আগুন বলেন, ‘সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। তবে একটি ব্যতিক্রমী কাজ আমি করেছি, এটা জানাতে পারি। দেশীয় একটি ওটিটিতে দেখা যাবে সিরিজটি।’ খল চরিত্রে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘পর্দায় স্মার্ট ভিলেনরা সবসময়ই বাজিমাত করেছেন। দর্শক একজন হিরোকে যেমন স্মার্টলি দেখতে চায় একজন এন্টি হিরোকেও সেভাবে দেখতে চায়। সে চাহিদা থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। খুব এনজয় করেছি স্মার্ট খল চরিত্রটিতে কাজ করতে গিয়ে।’ এদিকে আগুন জানান, শিগগির আরও কিছু কাজ নিয়ে তিনি হাজির হবেন। থাকবে নতুন গানও।