অনলাইন ডেস্ক :
রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে পেছেনে ফেলে রেকর্ড ২১তম গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ ছিল নোভাক জকোভিচের সামনে। সুযোগ ছিল ৫২ বছরের ইতিহাস ভেঙে এক মৌসুমে চার-চারটি গ্র্যান্ডস্লাম জয়ের। কিন্তু কোনোটিই স্পর্শ করতে পারলেন না বিশ্ব টেনিস র্যাঙ্কিয়ের এক নম্বর তারকা জকোভিচ। রোববার দিবাগত রাতে ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে ৬-৪, ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। মেদভেদেভ এর আগে দুইবার জকোভিচের কাছে ফাইনালে হেরেছিলেন। সেই জকোভিচকে হারিয়েই জিতে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম। প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পর মেদভেদেভ বলেন, ‘আমি আমার দলকে ধন্যবাদ জানাই। যারা এখানে এসেছেন এবং খেলা দেখেছেন। আমার বাবা-মা, আমার পরিবার, আমার বোন। আমার কিছু বন্ধুরাও এখানে এসেছে। তাদের সকলকে ধন্যবাদ। একটি গ্র্যান্ডস্লাম জয়ের যাত্রা কখনোই সহজ কোনো বিষয় নয়। এই যাত্রায় আমাকে সহযোগিতা করায় তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।’
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ