অনলাইন ডেস্ক :
‘মিস্টার এ- মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করবেন জায়েদ। প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস্টার এ- মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে তিনি বিচারকার্যের মাধ্যমে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করবেন।
চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে জায়েদ বলেন, প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। যখন আমাকে ফাইনাল রাউন্ডের জাজমেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয় আমি সারপ্রাইজ হয়ে থ্রিল অনুভব করছিলাম! তিনি বলেন, পরে ভাবলাম দীর্ঘ বছর চলচ্চিত্রে কাজ করছি। নিশ্চয়ই আমার অভিজ্ঞতা মূল্যায়ন করে আয়োজক কর্তৃপক্ষ আমাকে জাজমেন্টের জন্য ডেকেছেন। এজন্য সম্মানিত বোধ করে ফাইনাল রাউন্ডে থাকছি। গত আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরুষ ও নারীরা উভয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে একাধিক ধাপ অতিক্রমের মাধ্যমে শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।
আরও পড়ুন
সবসময় চেয়েছি নিজের পরিবারকে সময় দিতে: পূর্ণিমা
চিকিৎসাধীন ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া
আত্মসমর্পণ করবেন অপু বিশ্বাস