অনলাইন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। একসঙ্গে বহু হিট-সুপারহিট নাটক তারা উপহার দিয়েঠছেন। তবে এই প্রথমবার তারা অভিনয় করলেন ওয়েব ফিল্মে। চরকির ‘রেডরাম’ ছবিতে তাদের দেখা মিলছে। এটি মুক্তি পেয়েছে গত ১৭ ফেব্রুয়ারি। গত শনিবার যমুনা ব্লকবাস্টারে স্পেশাল প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ছবিটির। যার মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় হাজির হলেন দুই তারকা। ওয়েব ফিল্মটি প্রদর্শনীর আগ মুহূর্তে আফরান নিশো বলেন, ‘আমি খুব এক্সাইটেড। এর আগে নিজেকে কখনও বড় পর্দায় দেখিনি। সেটা ঘটতে যাচ্ছে আজকে। আমার কাছে খুব ভালো লাগছে। মেহজাবীন প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করেছে। তার জন্য শুভকামনা। সেইসঙ্গে ওয়েবে প্রথম কাজ করলো পরিচালক ভিকি জায়েদ। তার জন্যও অনেক শুভকামনা। অসুস্থতার কারণে সে আজকে এই বিশেষ মুহুর্তে আসতে পারে নাই। কষ্ট লাগছে। মিস করছি ওকে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সে।’ ‘রেডরাম’ ছবিতে নিজের চরিত্র সম্পর্কে আফরান নিশো বলেন, ‘আমি একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছি এখানে। এমন চরিত্র প্রথমবার করলাম। খুব চ্যালেঞ্জিং একটা পেশা। কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি। একটা মামলার আসল ঘটনা বের করতে। কখনো ক্লু থাকে, কখনো থাকে না।’ মেহজাবীন বলেন, ‘আমি আসলে গল্পের প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই নিজের প্রথম ওয়েব সিনেমা হিসেবে এটাকেই বেছে নিয়েছি। দর্শক দেখে মজা পাচ্ছেন, এটাই আমার জন্য আনন্দের।’ ‘রেডরাম’ ওয়েব ফিল্মে নিশো ও মেহজাবীন জুটি হয়ে কাজ করেননি। এখানে নিশোর বিপরীতে কাজ করেছেন সালহা খানম নাদিয়া। মেহজাবীনের সঙ্গে আছেন মনোজ প্রামাণিক। তারাও উপস্থিত ছিলেন প্রিমিয়ারে। ছিলেন ছবিটির অভিনয়শিল্পী আজিজুল হাকিম, নাসিরসহ অনেকেই।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!