অনলাইন ডেস্ক :
চলতি মাসেই ঘোষণা করা হয়েছে ৯৪তম অস্কার আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা। সে সময় গুঞ্জন ছিল আবারো অস্কারে ফিরছে উপস্থাপক। এবার সেই জল্পনা সত্যি হলো। আসরটি সঞ্চালনা করবেন আমেরিকান অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এই আয়োজনে এবারই প্রথম একসঙ্গে তিন নারী সঞ্চালক দেখা যাবে। তাদের মধ্যে দুই জন কৃষ্ণাঙ্গ ও একজন শ্বেতাঙ্গ। আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে দেখা যাবে এই ত্রয়ীর হাস্যরসধর্মী সঞ্চালনা। গত বুধবার তাদের নাম ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। অস্কারের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিন অভিনেত্রী বলেছেন, ‘কিছুক্ষণের জন্য হলেও দর্শকরা ভালো সময় কাটাতে প্রস্তুত হোক।’এবারের আসরের প্রযোজক উইল প্যাকার বলেন, ‘চলচ্চিত্রপ্রেমীদের একত্র করবে এবারের আয়োজন। ভিন্ন ধরনের কৌতুকশৈলী দেখানো দৃঢ়চেতা ও হাসি-খুশি তিন নারীকে একমঞ্চে আনছি আমরা। রেজিনা, অ্যামি এবং ওয়ান্ডা কাজটা করতে গিয়ে যে মজা পাবেন সেটাই দর্শকদের সামনে ফুটে উঠবে। অনুষ্ঠানে অনেক চমক থাকছে। ঘটতে পারে যেকোনো কিছু!
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব