নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দিয়েছেন, এবারের দুর্গাপূজা সম্পূর্ণ নিরাপদ পরিবেশেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এবারের পূজা উৎসবমুখর ও সম্প্রীতির বন্ধনে আরও সুদৃঢ় হবে।”
সোমবার সকালে নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সাতজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি মণ্ডপে থাকবেন আটজন আনসার সদস্য।
নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই জেলায় সবসময়ই সম্প্রীতি বজায় ছিল, তবে এবছর সেটি আরও সুদৃঢ় হয়েছে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এনএনবাংলা/
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের দ্রুত গ্রেপ্তার চান নাহিদ
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি