অনলাইন ডেস্ক :
দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের রঙে রেঙেছে পুরো বাংলাদেশ। তারই প্রতিচ্ছবি মিলছে টিভি চ্যানেলগুলোতেও। রোজ রোজ বিশেষ নাটক ও অনুষ্ঠান সম্প্রচার করছে বেশিরভাগ চ্যানেল। সেই ধারাবাহিকতায় উৎসবের নবমীতে মাছরাঙা টেলিভিশন প্রচার করছে বিশেষ নাটক ‘বিজয়ার উপহার’। এদিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে এটি। সুজিত বিশ্বাসের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মিলন ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, মিলন ভট্টাচার্যসহ অনেকে। এর গল্প প্রসঙ্গে নির্মাতা-অভিনেতা মিলন জানান, গল্পের শুরুটা হবে বরিশাল থেকে ঢাকায় বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে হাজির হওয়া শরৎ-এর সূত্র ধরে। দু’দিন পর পূজা। ঢাকার পূজা শরতের ভালো লাগে না তাই সে পরদিনই গ্রামের বাড়ি চলে যেতে চায়। দাদা-বৌদি অনেক অনুরোধ করে থাকার জন্য কিন্তু সে থাকবে না। মিলন বলেন, ‘আটকানো গেলো না, শরৎ বরিশালের উদ্দেশে বেরিয়ে পড়ে। কিন্তু পথেই একটি মেয়ের সঙ্গে ধাক্কা খেয়ে কাদা-জলে পড়ে যায়। গল্পের মোড়টা ঘুরে যাবে এখানে। এরপর ঘটে এক অনাকাক্সিক্ষত ঘটনা। সত্যি বলতে, গল্পটি যেমন প্রেমের তেমনি পূজা উৎসবেরও। আবার পারিবারিক বন্ডিং-সংস্কৃতিটাও রাখার চেষ্টা করেছি পরতে পরতে। বাকিটা দর্শকরা বিচার করবেন। সবাইকে নবমীর শুভেচ্ছা জানিয়ে নাটকটি দেখার আমন্ত্রণ জানালাম।’
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল