আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন।
রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলীগ জামায়াতের জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন,
‘বিশেষ পরিস্থিতি বিবেচনায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে দেশে নির্বাচনের প্রস্তুতি চলছে, এবং নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকবে। এ কারণে নির্বাচন ও রমজান শেষে ইজতেমা আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সম্মতি জানিয়েছে।’
তবে কে আগে ইজতেমা করবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা বলেন,
‘দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা আয়োজনের সুযোগ নেই। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট তারিখ ঠিক করা হবে।’
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, পরবর্তী শুনানি ৭ জানুয়ারি
তারেক রহমানের ‘লিডার আসছে’ পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে রাজধানী
গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ‘ভয়ংকর চক্রান্ত’ চলছে: মির্জা ফখরুল