January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 7th, 2022, 7:47 pm

এবার অপূর্ব-সাবিলার ‘এক্সচেঞ্জ রিটার্ন’

অনলাইন ডেস্ক :

সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় আড্ডা মারছিলেন। এ সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপূর্ব। তাকে দেখেই সাবিলা তার বন্ধুদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত করা শুরু করলেন অপূর্বকে! ২০২০ সালের নভেম্বরে এমন বিস্ময়কর দৃশ্য রীতিমতো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। দৃশ্যটি ছিল ‘এক্সচেঞ্জ’ নাটকের। এবারও মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে রুবেল হাসান নির্মাণ করেছেন ‘এক্সচেঞ্জ রিটার্ন’। আবারও একই টিম নিয়ে নাটকটি নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘খুবই রূঢ় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা প্রতিনিয়ত কোথাও না কোথাও মুষ্টিমেয় পুরুষের দ্বারা নির্যাতনের শিকার হন। কিন্তু যদি কোনো একদিন প্রকৃতি এমন করে দিত যে, এই নির্যাতনের শিকার হচ্ছে ছেলেরা, তখন আসলে কেমন হতো। তখন নিশ্চয়ই পুরুষরা বুঝতে পারত নারীদের যন্ত্রণার কথা। এমন পরিকল্পনা নিয়েই আমাদের এই বিশেষ প্রজেক্ট। আমরা চাই, এ কাজটির মাধ্যমে সমাজের কিছু পুরুষ অন্তত অনুভব করুক, নারীদের কষ্টের কথা।’ নাটকটি প্রসঙ্গে রুবেল হাসান বলেন, ‘আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। নারীদের ভালোবাসুন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এ দিকটাই এবারের কাজটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’ ঈদুল আজহায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নাটকটি। এমনটাই জানিয়েছেন ‘এক্সচেঞ্জ রিটার্ন’ নাটকের নির্মাতা।