অনলাইন ডেস্ক :
নাজমী জান্নাত একাধারে মডেল, উপস্থাপিকা, ফ্যাশন ডিজাইনার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। এবার তিনি অভিনয়ে নাম লেখাতে চলেছেন। নাটক, সিনেমায় নিয়মিত হবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জান্নাত বলেন, ‘ভক্তদের মন রক্ষার্থে অভিনয়ের কথা ভাবছি। ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে অনেকেই অভিনয় কেন করছি না জানতে চান। মিডিয়ার শুরু থেকেই নাটক-সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু কখনও করা হয়নি। এখন অভিনয়ের কথা ভাবছি। ভালো গল্প ও চরিত্র পেলে নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ যে মাধ্যমেই হোক না কেন কাজ করতে চাই।’ নাজমী জান্নাত মূলত উপস্থাপনা করে পরিচিতি পান। টিভি অনুষ্ঠানের বাইরে উপস্থাপনা করেছেন মিস ওয়ার্ল্ড, মিসেস ইউনিভার্স, জয় বাংলা কনসার্ট, ফুটবল টুর্নামেন্ট সহ নানান অনুষ্ঠান। এ ছাড়া দেশের নামি-দামি পণ্যের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। জান্নাত এরইমধ্যে কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনার হিসেবে। তার মধ্যে অন্যতম ‘ঢাকা অ্যাটাক’। এই সিনেমায় তার কাজ প্রশংসিত হয়।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই