অনলাইন ডেস্ক :
এর আগে অনেক ফুটবল তারকাই অভিনয়ে নাম লিখিয়েছেন। বিভিন্ন বিজ্ঞাপনে তাদের হারহামেশাই দেখা যায়। তবে এটিকে ঠিক অভিনয় বলা যায় না। টিভি সিরিজ, ফিল্ম, ড্রামা কিংবা ডকুমেন্টারিতে কাজ করলেই কেবল কারো নামের পাশে অভিনেতা ট্যাগ লাগে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সম্প্রতি একটি আর্জেন্টাইন টিভি সিরিজে অভিনয় করেছেন মেসি। তার চরিত্রের অংশটুকুর দৃশ্যায়ন হয়েছে প্যারিসে। ‘লস প্রটেকটরেস’ নামের সিরিজটির দ্বিতীয় সিজনে একটি ক্যামিও চরিত্র করছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা। তবে এখনই মেসির অভিনয় দেখা যাবে না। এর জন্য অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত, টিভি সিরিজটি মুক্তি পেলে।
আরও পড়ুন
বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ইসরায়েলের বোমায় ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু