অনলাইন ডেস্ক :
বলিউড হাঙ্গামার তথ্য মতে, আগামী সপ্তাহেই মুম্বাইতে শুটিং শুরু করবেন বরুণ ধাওয়ান। শুটিং সেটে উপস্থিত থাকবেন প্রযোজক অ্যাটলি কুমার। ফিল্মমেকার ক্যালিসের লেখা এবং পরিচালনায় থ্রিলার-অ্যাকশন ঘরানার ছবিটি দর্শককে দেবে ‘লার্জার দ্যান লাইফ সিকোয়েন্সে’ ভরা একটি ‘হাই-অকটেন রোলারকোস্টার রাইড’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন মুরাদ খেতানি ও প্রিয়া অ্যাটলি। সিনেমাটির আর অন্য কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
তবে, ২০২৪ এর ৩১ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে, ২১ জুলাই প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ানের ‘বাওয়াল’। এটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে বরুণের বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। প্রসঙ্গত, সোমবারই মুক্তি পেলো অ্যাটলি কুমারের ‘জওয়ান’ ছবির প্রিভিউ। ছবিটি মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর।

আরও পড়ুন
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু
হঠাৎ দেখা দিলেন নব্বই দশকের মডেল রিয়া
১৮ দিনেই ১ লাখ ৩০ হাজার কোটি আয় করল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’