অনলাইন ডেস্ক :
ভারতে চলতি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ২’। এ সিনেমার প্রযোজক হাম্বল ফিল্মস ব্লকবাস্টার ‘কেজিএফ ২’র পর নতুন সিনেমা নিয়ে প্রস্তুত। ‘বাঘিরা’ তাদের প্রোডাকশন হাউসের আরেকটি সফল অ্যাকশন থ্রিলার হবে বলে আশা করা হচ্ছে। বেঙ্গালুরুতে ২০ মে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে অভিনয় অভিনয় করবেন শ্রী মুরালি। ‘বাঘিরা’র চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত এবং সিনেমাটি পরিচালনা করবেন ডক্টর সুরি। তার আগে ২০২০ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়েছিলো প্রথম লুক। শ্রী মুরালির জন্মদিন উপলক্ষে ‘বাঘিরা’র প্রথম লুক পোস্টার প্রকাশ হয়। তাতে অভিনেতাকে রাগান্বিত লুকে দেখা যায়। তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে হাজির হবেন। ‘বাঘিরা’ আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি কর্ণাটক এবং হায়দ্রাবাদে শুটিং করা হবে। বেঙ্গালুরু এবং মহীশূর অঞ্চলের উপকণ্ঠেও এর বেশ কিছু অংশের শুটিং হবে।
আরও পড়ুন
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা মেহের আফরোজ শাওন