December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 18th, 2024, 8:23 pm

এবার ইউটিউবে যুক্ত হলো এআই টুল

অনলাইন ডেস্ক:

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ইউটিউব আয় করার অন্যতম একটি প্ল্যাটফর্ম। বিশ্বের লাখ লাখ মানুষ ইউটিউবে কনটেন্ট তৈরি করে মাসে হাজার হাজার ডলার আয় করছেন।

গুগল সব জায়গায় এআই যুক্ত করলেও তাদের এই ভিডিও স্ট্রিমিং অ্যাপে যুক্ত করেনি। এবার সেই অপেক্ষার অবসান হলো। এবার ইউটিউবে চালু হয়েছে এআই অটো ডাবিং টুল। শিগগির টুলটি সব ব্যবহারকারীরাই পাবেন।
দেড় বছর আগে ইউটিউবে এই টুল আনার ঘোষণা গিয়েছিল গুগল। তবে তা বাস্তবায়ন হতে বেশ সময় লেগে গেল সংস্থার। কনটেন্ট ক্রিয়েটররা এখন তাদের ইংরেজি ভাষার ভিডিও ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানি, পর্তুগিজ বা স্প্যানিশ ভাষায় ডাব করতে পারেন।

এভাবে অন্যান্য ভাষার ভিডিওতে ইংরেজি ডাবিং থাকতে পারে। প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয়। ব্যবহারকারীকে সিলেক্ট করতে হবে না। ভিডিও লাইভ হওয়ার আগে নির্মাতারা তাদের পূর্বরূপ দেখে নিতে পারবেন। ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজেস’ বিভাগে এই ডাব করা ভিডিও দেখা যাবে এবং ‘অটো ডাবড’ লেবেল যুক্ত থাকবে।

এই টুলের ঘোষণা দেওয়ার সময় তিনটি ডাবিং ভিডিও শেয়ার করেছে। যেখানে দুটি যথাক্রমে ফরাসি এবং হিন্দি থেকে ইংরেজিতে ডাব করা হয়েছে। অন্যটি একটি ভিডিওতে একাধিক ভাষার ডাবিং অপশন রয়েছে। ইংরেজি অনুবাদগুলো যথাযথ হলেও এটি শুনতে বেশ রোবোটিক ও ভিডিওটি এআই চালিত মনে হয়। ফরাসি ভাষার ডাবিং পরীক্ষা করে অনেকে একই রকম অনুভূতি পেয়েছেন বলেই জানিয়েছেন তারা।

ইউটিউব কেবল লোকজনের কথাবার্তার ওপর টুলটি ডাবিং করার নমুনা শেয়ার করেছে। দ্রুত বলা কথাবার্তা বা একাধিক ব্যক্তির একসঙ্গে কথা বলার ক্ষেত্রে এআই ডাবিং সমস্যায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউটিউব জানিয়েছে, এখনো এই টুলটি পুরোপুরি তৈরি হয়নি। ধীরে ধীরে এআই টুল আরও উন্নত হবে। ব্যবহার আরও সহজ হবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।