অনলাইন ডেস্ক :
কয়েকদিন পরপরই টুইটারে বিভিন্ন ধরনের নজড়কাড়া মন্তব্য করে আলোচনায় আসেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। তেমনই এক বার্তা টুইটারে দিয়ে আবারো নিজেকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের বৈদুত্যিক গাড়ি টেসলার অন্যতম প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষনা দিয়ে মঙ্গলবার টুইট করেছেন ৫১ বছর বয়সী এই মার্কিন ধনকুবের। স্থানীয় সময় মঙ্গলবার টুইট বার্তায় মাস্ক বলেন, ‘আপনাদের স্বাগত, আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি।’ বর্তমানে ইংলিশ ক্লাবটি আমেরিকার গ্লেজার পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে গ্লেজার পরিবার কিংবা মাস্ক, কেউই তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। ইদানিং সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা হারিয়েছে তারা। নেমে গেছে ইউরোপা লিগে। এবারের লিগের শুরুটাও মোটেই ভালো হয়নি তাদের। প্রথম দুই ম্যাচের দুটিতেই পরাজিত হয়ে রয়েছে টেবিলের তলানিতে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ছাড়ার গুঞ্জন এখনো শেষ হয়ে যায়নি। এসবের মাঝেই ইলন মাস্কের ক্লাব কিনে নেয়ার খবরে নড়েচড়ে বসেছে ক্লাবের ভক্তরা। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ম্যালকম গ্লেজারের ছয় সন্তান ২০০৫ সাল থেকে ইংলিশ এই ফুটবল ক্লাবের মালিকানা ধরে রেখেছেন। আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে থাকলেও গতবছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্রধরে জানা গেছে অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজী গ্লেজার পরিবার। বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তাই তার পক্ষে ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় নয়। গ্লেজার পরিবারের মালিকানা নিয়ে ক্লাব সমর্থকরাও সম্প্রতি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আগামী ২২ আগস্ট লিভারপুলের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ঘরের মাঠের ম্যাচকে সামনে রেখে গ্লেজার পরিবারের বিপক্ষে আরো বেশী বিরোধীতার ইঙ্গিত পাওয়া গেছে।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল