অনলাইন ডেস্ক :
২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হোন ড. মাহফুজুর রহমান। সে বছর গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর আর থেমে থাকেননি মাহফুজুর রহমান।এবার ঈদে ৯টি গান নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য জন্য আমি শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।
আরও পড়ুন
৩৬ জুলাই উদযাপনে মানিকমিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান
‘শেখ হাসিনা পালাইছে’ স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউ
নিউইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী, সঙ্গে ছেলে বীর