অনলাইন ডেস্ক :
জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব সিরিজ। অনলাইন প্ল্যাটফরমে তুমুল জনপ্রিয় সব কন্টেন্ট নির্মাণের পরেও ওয়েব সিরিজ নির্মাণ করছিলেন না অমি। এটিই অনেকের কাছে বিস্ময় তৈরি করেছিল। সে বিস্ময়ের আগল ভেঙে গেল এবার। বঙ্গ’র প্রযোজনায় নির্মিতব্য অমির অভিষেক ওয়েব সিরিজটির নাম ‘হোটেল রিল্যাক্স’। সিরিজটি নিয়ে গত রোববার বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কাজল আরেফিন অমি বলেন, ‘আশা করছি ভক্তদের প্রত্যাশিত কন্টেন্ট নির্মাণ করতে পারবো।’ ‘হোটেল রিলাক্স’ হবে ৬ পর্বে। বংলা ভাষায় এখন পর্যন্ত যে সকল ওয়েব সিরিজ জনপ্রিয়তা পেয়েছে তার অধিকাংশই রহস্য রোমাঞ্চ কেন্দ্রিক। তবে কাজল আরেফিন অমি সে পথে হাঁটতে চান না। এ প্রসঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক বলেন, ‘এখন বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েব জগতের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি একটু পরিবর্তন আনতে চাই। দর্শকদের বিনোদন দিতে চাই। বলতে গেলে আমার ওয়েব সিরিজ হবে আনন্দ-বিনোদন বিনোদন কেন্দ্রিক। সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। এই ধরনের গল্প আগে দেখেনি।’ ব্যাচেলর পয়েন্টের কয়েকজন অভিনয়শিল্পী ‘হোটেল রিল্যাক্স’ এ অভিনয় করবেন। এর বাইরে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানালেন নির্মাতা। বঙ্গর চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, ‘এর আগে আমরা ড্রামা সিরিজ নির্মাণ করেছি। হোটেল রিল্যাক্স-এর মাধ্যমে বঙ্গের ওয়েব সিরিজে যাত্রা শুরু হচ্ছে। সেই সঙ্গে কাজল আরেফিন অমিরও। অমির পূর্বের কাজ দেখে তার প্রতি আমরা বিশ্বাসী। প্রথম ওয়েব সিরিজেও সুনাম ধরে রাখবে। ’
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’