January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 5th, 2021, 7:57 pm

এবার খলনায়িকা চরিত্রে ঐশ্বর্য রাই

অনলাইন  ডেস্ক :

মণিরত্নমের ফ্যান্ট্যাসি ড্রামা ‘পনিয়ান সেলভান’-এর কাস্টিং চলছে বেশ কিছু দিন ধরে। আশ্চর্যের মনে হলেও ছবিতে খলনায়িকার চরিত্রে দেখা যাবে ঐশ্বর্য রাইকে! তাঁর চরিত্রের নাম নন্দিনী অথবা মন্দাকিনী। সদ্যই ‘পনিয়ন সেলভান’-এর কাস্টিং লিস্ট ফাঁস হয়ে গেছে সোশ্যাল সাইটে। আর সেই লিস্ট দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনের! আগেই খবর ছিল ছবির সুন্দরা কোজহার চরিত্রটি মণিরত্নম অফার করেছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চনকে। তবে লিস্টে দেখা যাচ্ছে চরিত্রটিতে বিগ বি নন, দেখা যাবে প্রকাশ রাজকে। বিগ বি না থাকলেও ‘পনিয়ান সেলভান’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। ভারতের অন্যতম বৃহত মন্দির তানজাভুরের মন্দিরকে কেন্দ্র করেই নাকি এগোবে মণিরতœমের এই মেগা প্রোজেক্টের কাহিনি। তবে তামিলনাড়ুর মন্দিরের ভেতর শ্যুটিং নিষিদ্ধ, অগত্যা বৃহত সেই মন্দিরের অনুকরণে মন্দির তৈরি করে সেখানেই শ্যুটিং চালানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ‘পনিয়ান সেলভান’। মনিরতœমের আপকামিং প্রোজেক্টের সংগীত পরিচালনার দায়িত্বে আছেন এ. আর রহমান, ক্যামেরার দায়িত্ব সামলাবেন রবি বর্মণ। শোনা যাচ্ছে পুদুচেরিতে ছবির শ্যুটিং শুরু করতে একেবারে মরিয়া হয়ে আছেন মণিরতœম। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই ছবির শ্যুটিং শেষ করার প্ল্যান আছে পরিচালকের। দুই ভাগে মুক্তি পাবে মণিরতœমের এই মেগা প্রোজেক্ট। আগামী বছর মুক্তি পাবে ‘পনিয়েন সেলভান’-এর প্রথম পর্ব।