January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 16th, 2023, 8:29 pm

এবার গ্রিস অভিযানে বাবা-ছেলে

অনলাইন ডেস্ক :

দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার পদাঙ্ক অনুসরণ করে ছেলে তাহসিনও দাবায় মনোযোগী হয়েছেন। সেই ধারাবাহিকতায় গ্রিস সফরে যাচ্ছেন বাবা-ছেলে। সেখানে ১৯ জুলাই থেকে ১২ আগস্ট তিনটি টুর্নামেন্টে অংশ নেবেন তারা। ফেরার পথে দুবাইয়ে ১৪ আগস্ট থেকে একটি টুর্নামেন্টও অংশ নেবেন। বাবা-ছেলে ঢাকা ছাড়বেন আজ সোমবার। তাহসিন বর্তমানে ফিদে মাস্টার। আন্তর্জাতিক মাস্টারের একটি নর্মও অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার হতে তার আরও দুটি নর্ম প্রয়োজন। ইউরোপের দেশ গ্রিস বেছে নেওয়ার কারণ সম্পর্কে গ্র্যান্ডমাস্টার জিয়া বলেছেন, ‘গ্রিসের কাছাকাছি সময়ে তিনটি ভালো মানের টুর্নামেন্ট রয়েছে। সামনে আমার এশিয়ান গেমস রয়েছে সেটার প্রস্তুতিও হলো। আবার তাহসিনের নর্মের সম্ভাবনা থাকায় সব ভেবেই গ্রিস বেছে নেওয়া।’ চারটি টুর্নামেন্টে অংশগ্রহণ, গ্রিস-দুবাই সফরের ব্যয় মিলিয়ে প্রয়োজন পড়বে প্রায় দশ লাখ টাকা।

গ্র্যান্ডমাস্টার জিয়া এবং ফিদে মাস্টার তাহসিনকে দুটি প্রতিষ্ঠান এই চার টুর্নামেন্টের জন্য পৃষ্ঠপোষকতা করছে। তাদের কৃতজ্ঞতা জানিয়ে জিয়া বলেছেন, ‘আমাকে পুলিশ চেস ক্লাব এবং তাহসিনকে সাইফ পাওয়ারকেট পৃষ্ঠপোষকতা করছে। তাদের সহায়তাতেই মূলত আমাদের এই সফর হচ্ছে। তারা সহায়তা না করলে সম্ভব হতো না। সাইফ পাওয়ারটেক বর্তমানে দাবার অন্যতম বড় পৃষ্ঠপোষক। পুলিশ চেস ক্লাবের পৃষ্ঠপোষকতার মূলে আছেন শোয়েব রিয়াজ আলম ভাই (পুলিশের অ্যাডিশনাল ডিআইজি এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক)।’