January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 13th, 2022, 8:12 pm

এবার চলচ্চিত্রে কানিজ সুবর্ণা

অনলাইন ডেস্ক :

শূন্য দশকের গ্ল্যামারাস পপ গায়িকা কানিজ সুবর্ণা। আকাশছোঁয়া জনপ্রিয়তার মধ্যেই ২০০৬ সালে ঘর-সংসার নিয়ে ব্যস্ত হন এই গায়িকা। এরপর আর সেভাবে ফেরা হয়নি গানে। তবে এবার তিনি ফিরছেন চমক নিয়ে। সবাইকে অবাক করে যুক্ত হলেন অভিনয়ে; তাও আবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। কানিজ জানান, সম্প্রতি তিনি অংশ নিয়েছেন জাহিদ হোসেন পরিচালিত ‘সুবর্ণ ভূমি’ শিরোনামের একটি চলচ্চিত্রে। এই ছবিতে আরও অভিনয় করছেন ওমর সানী, দিলারা জামানের মতো অভিনয় শিল্পীরা। কানিজবলেন, ‘এটি ভিন্ন ঘরানার ছবি। গল্পটি ভালো। যদিও আমার চরিত্রটি বেশ ছোট। কিন্তু কাজটি করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে। মাত্র একদিন শুটিং করেছি। বাকিটা পরে হবে।’ জানা গেছে, অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ভাবছেন কানিজ সুবর্ণা। গান থেকে দীর্ঘ আড়াল প্রসঙ্গে কানিজ আগেই বলেছেন, ‘আমার দুটি সন্তান আছে। ওদের লালন-পালনে যথেষ্ট সময় দিই। যে কারণে গানে নিয়মিত হতে পারিনি।’ এ পর্যন্ত পাঁচটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে কানিজ সুবর্ণার। সর্বশেষ অ্যালবামের নাম ছিল ‘সোনার কাঠি, রুপার কাঠি’।