November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 5:17 pm

এবার জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল

 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

আলাল বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত— যদি ২৩, ২৪ এবং এর আগের গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তবে একাত্তরের গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের জন্য জামায়াতে ইসলামকেও নিষিদ্ধ করা উচিত। একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না।

তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান।

তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল বলে অভিযোগ করেন আলাল। তিনি বলেন, জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, এমনকি গলাকাটা পার্টির সঙ্গেও সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়ে এসেছে, অথচ এখন তারা বলছে— তারা প্রকাশ্যেই ছিল।

আলাল আরও বলেন, জামায়াত এখন রূপ বদলানোর চেষ্টা করছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো হয়ে গেছে— যার যখন প্রয়োজন হয়, কেটে নিয়ে যায়।

দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে” পড়েছে মন্তব্য করে তিনি বলেন, এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।

এনএনবাংলা/