August 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 4th, 2025, 5:26 pm

এবার ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করল কম্বোডিয়া

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৫ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে কম্বোডিয়া। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসার পর বিশ্বজুড়ে শান্তি স্থাপনে বিশেষ অবদান রাখায় ট্রাম্পকে চলতি বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন চানথোল।

শুক্রবার রাজধানী নমপেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সান চানথোল থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা স্মরণ করে বলেন, মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বান এবং তৎপরতার কারণেই গত সপ্তাহে মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ডের সঙ্গে আমাদের দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থার অবসান ঘটেছে। তিনি (নোবেলের জন্য) মনোনীত হওয়ার যোগ্যতা রাখেন।

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে জুন মাসে সংঘাত বেঁধেছিল দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ট্রাম্প। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির দু’সপ্তাহ পর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মুনির। ট্রাম্পের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজের পর দেশে ফিরে মার্কিন প্রেসিডেন্টকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন তিনি।

জুলাই মাসে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর আব্রাহাম অ্যাকর্ড অনুসরণ, আফ্রিকা ও মাধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসসহ শান্তি স্থাপন সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে আমি ভূমিকা রেখেছি। আমি জানি যে এসব ভূমিকার জন্য আমি নোবেল পুরস্কার পাবো না— কিন্তু মানুষ দেখছে যে আমি কী কী করেছি এবং করছি। আমার কাছে এটাই সব।