অনলাইন ডেস্ক :
ভারতে ‘ডিপফেক’ ভিডিও’র ফাঁদে পড়ছেন একের পর এক তারকা। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে আপত্তিকর ভিডিও। গেল বছর ভারতের বেশক’জন অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজল, প্রিয়াংকা চোপড়া, নোরা ফাতেহি প্রমুখ। আর এবার ‘ডিপফেক’ ভিডিও’র শিকার হলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি।
ডিপফেক ভিডিওতে দেখানো হয়েছে, আনুশকা শেঠি অভিনেতা প্রভাসকে বিয়ে করেছেন এবং তাদের সন্তানও রয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভুয়া এই ভিডিও নিয়ে অভিনেত্রীর বাবা-মা বেশ বিরক্তি প্রকাশ করেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন তার পরিবার। অভিনেত্রীর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যারা এই ভিডিও ছড়িয়েছে তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে আনুশকা বা তার পরিবার কেউই এ বিষয়ে সরাসরি মিডিয়ার সঙ্গে কোনো কথা বলেননি। তবে, এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকার অনুরাগী বেশ সরব হয়েছেন। তারা এ ঘটনার তীব্র সমালোচনা করছেন। এবং অনুসন্ধান করে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত