অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেতা রণবীর সিং স¤প্রতি ‘পেপার ম্যাগাজিন’-এর জন্য নগ্ন হয়ে ফটোশুট করেন। ছবিগুলো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এবার বাংলাদেশি এক অভিনেতার পোশাকবিহীন ফটোশুটের খবর পাওয়া গেছে। রণবীরের শরীরে কাপড় না থাকলেও কৌশলে তিনি লজ্জাস্থান আড়াল করেছেন। এদিকে বাংলাদেশি অভিনেতা রশি জড়িয়ে সম্ভ্রম ঢেকেছেন। এই অভিনেতার নাম শ্রাবণ শাহ। গত শনিবার ফেইসবুকে তিনি রণবীরের মতো ফটোশুট করেছেন বলে স্ট্যাটাস দেন। শ্রাবণ শাহ বলেন, এক বছর আগেই আমি এই ফটোশুট করেছি কিন্তু প্রকাশ করতে পারিনি। কারণ এ ধরনের ছবি আমাদের এখানে ভালো চোখে গ্রহণ করার মতো না। বিভিন্ন দেশে শরীরের নিরীক্ষণধর্মী ফটোশুট হলেও আমাদের এখানে সেটা বিরল। শ্রাবণ শাহ বর্তমানে ‘জয় বাংলা’ সিনেমার শুটিং করছেন। এর আগে ‘আপন মানুষ’, ‘অশান্ত মেয়ে’, ‘দাবাং’সহ বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি স্টেজ শো করেন।
আরও পড়ুন
প্যারিসে স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরেছেন মেহজাবীন
‘প্রতিদ্বন্দ্বী’ নিয়ে মন্দিরা
সবসময় চেয়েছি নিজের পরিবারকে সময় দিতে: পূর্ণিমা