অনলাইন ডেস্ক :
‘ব্লাক ম্যাস’, ‘ফিফটি শেডস’ সিনেমা সিরিজ দিয়ে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন ডাকোটা জনসন। তবে ‘ফিফটি শেডস অব গ্রে’তে খোলামেলা উপস্থিতি রাতারাতি তাঁকে পরিচিত পাইয়ে দেয়। বানিজ্যিক থেকে শৈল্পিক ঘরানার ছবিতে নিয়মিত অভিনয় করেন এই মার্কিন অভিনেত্রী। এবার অভিনয়ের পাশাপাশি নাম লেখালেন প্রযোজনাতেও। এরমধ্যেই শুটিং শেষ হয়েছে তাঁর প্রযোজিত দুই ছবি ‘অ্যাম আই ওকে?’ ও ‘চা চা রিল স্মুথ’ ছবির। প্রযোজনার পাশাপাশি দুই ছবিতে অভিনয় করেছেন ডাকোটা। এবারের সানডান্স চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবি দুটি। প্রযোজক হিসেবে হিসেবে শুরুর করতে পরে ভীষণ রোমাঞ্চিত অভিনেত্রী। এ প্রসঙ্গে বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা আমার জন্য ভীষণ বড় ব্যাপার। নিজের প্রযোজিত প্রথম দুই ছবিই শেষ করেছি মহামারির সময়ে। এটা বড় চ্যালেঞ্জ ছিলো। প্রযোজক হিসেবে সবচেয়ে উপভোগ করেছি সম্পাদনায় যুক্ত থাকা। সম্পাদনা, কালার কারেকশন, আহব সংগীতÑএসব বিষয় নিয়ে অভিনেত্রী হিসেবে কখনও যুক্ত থাকিনি। এটা [প্রযোজক হিসেবে ভূমিকা] খুুবই দুরূহ কাজ তবে একই সঙ্গে ভীষণ উপভোগ্যও বটে। ’অভিনেতা দম্পতি ডন জনসন ও মেলানি গ্রিফিতের সন্তান ডাকোটা। ১৯৯৯ সালে ডার্ক কমেডি ফিল্ম ‘ক্রেজি ইন আলাবামা’ দিয়ে অভিষেক হয় তাঁর। ছবিতে ছিলেন তাঁর মা মেলানিও। জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ড প্লে’র গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে ২০১৭ সাল থেকে প্রেম করছেন ডাকোটা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল